
মানিক হোসেন:
দুর্নীতির অভিযোগ ওঠা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৫৪(১) অনুচ্ছেদ মোতাবেক তাকে বরখাস্ত করেন।
এর আগে প্রধান শিক্ষক মফিজুল হকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা খর্ব করে নিয়োগ বাণিজ্য এবং পারিবারিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ ওঠে। স্বৈরাচারীতার মাধ্যমে বিদ্যালয়টিকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে গাছসহ বিভিন্ন উৎস থেকে আয় করা অর্থ আত্মসাৎ করার কথাও বলা হয়েছে। এছাড়া বৈষম্যের শিকার ওই বিদ্যালয়ের শিক্ষকগণকে হয়রানি ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা (ভূমি) কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।