
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সংরক্ষিত ২ এর ১, ৪ ও ৭নং মহিলা ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার তকদির আলী ভোটের ফলাফল ঘোষণা করেন। বিউটি আক্তার (বলপেন) প্রতীক নিয়ে ১২৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদা বেগম (আনারস) প্রতীক নিয়ে ১০৯৮ ভোট পান। এ নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৮০৩৪ ভোটের মধ্যে ৩২৬৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোট কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নিবির ভাবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য যে, উক্ত ওয়ার্ডে ইত্য সময়ে কাউন্সিলর জরিনা খাতুন এর মৃত্যুতে ২৩ জানুয়ারী ভোট গ্রহণের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।