Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

November 27, 2024 06:12:48 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ,থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট সরকার কর্তৃক সংঘটিত নৃশংস ঘটনাগুলোর স্মৃতিচারণ করেন। তারা এই স্মৃতি ধরে রেখে আগামী দিনে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা স্মরণসভাটির শেষ পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়।