Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

March 27, 2023 02:27:36 AM   দেশজুড়ে ডেস্ক
পীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার পাবলিক ক্লাব মাঠ প্রাঙ্গনে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সুচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ বীর মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত এবং পাবলিক ক্লাব মাঠে সকাল ৯টায় দিবসটি যথাযোগ্য মর্যদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আয়োজন করা হয়। আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, নুরুজ্জামান প্রমুখ। সভা শেষে প্রশাসন কর্তৃক উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।