Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পুরোপুরি প্রস্তুত ৩৩ হাজার ৮০০ একর জুড়ে মীরেরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুরোপুরি প্রস্তুত ৩৩ হাজার ৮০০ একর জুড়ে মীরেরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর

September 23, 2023 05:44:43 PM   জেলা প্রতিনিধি
পুরোপুরি প্রস্তুত ৩৩ হাজার ৮০০ একর জুড়ে মীরেরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর

নিজস্ব সংবাদদাতা:
৩৩ হাজার ৮০০ একর জায়গা জুড়ে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।  বিনিয়োগের যাবতীয় সব সুযোগ-সুবিধা নিয়ে শিঘ্রীই এটি চালু হতে হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদন শুরু করেছে। আরও তিনটি প্রতিষ্ঠান আগামী বছর উৎপাদনে যাবে। ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনে এসে কথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন এখানে ১৫২ মতো শিল্প প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ এসেছে পর্যায়ক্রমে   আরো আসবে।  বেশ আগে ১৪০ মতো পরিবার এখানে বসবাস করতো,অবকাঠামো  শিল্প প্রতিষ্ঠান নির্মাণের কারণে  কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শেখ হাসিনা সরকার তাদেরকে ঘর করে দিবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবে বলে জানান তিনি।
প্রকল্পে গ্যাস পানি বিদ্যুৎ সহ শিল্প প্রতিষ্ঠানের জন্য যাবতীয় সব কিছুর নিশ্চিত করে বিনিয়োগের সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে ওই শিল্পজোনে এশিয়ান পেইন্টস, নিপ্পন ম্যাকডোনান্ড স্টিল মিল ও সামুদাসহ পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আরও তিন প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার উপেক্ষায় আছে। এই শিল্প নগরে  প্রায় ১৪ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তিনি। পাশাপাশি আশপাশের অঞ্চলগুলোতে কর্ম চঞ্চলও ব্যবসা-বাণিজ্য ব্যাপক  প্রসার ঘটবে। এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি নূরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।