Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনী সদরে মহিলা-শিক্ষার্থী-কৃষকদের মাঝে সরঞ্জামাদি বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনী সদরে মহিলা-শিক্ষার্থী-কৃষকদের মাঝে সরঞ্জামাদি বিতরণ

October 02, 2023 09:07:08 PM   জেলা প্রতিনিধি
ফেনী সদরে মহিলা-শিক্ষার্থী-কৃষকদের মাঝে সরঞ্জামাদি বিতরণ

ফেনী প্রতিনিধি:
ফেনী সদর উপজেলায় অনগ্রসর মহিলা, শিক্ষার্থী, প্রান্তিক কৃষকদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, কৃষি  উপকরণ  বিতরণ করা হয়েছে। সোমবার  সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়।

অনগ্রসর মহিলাদের কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের বিদ্যালয় যাতায়াতের সুবিধার্থে বাই সাইকেল, প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি উপকরণ ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করণের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহীনা আক্তার, জেলা পুলিশ সুপার জাকির হাসান, সদর উপজেলা চেয়ারম্যান বাবু সুশুেন চন্দ্র শীল।