
ফেনী সরকারী কলেজ অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফেনীর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও একটি করে গাছের চারা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফেনী সরকারী কলেজ এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফেনী পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, আজ যারা এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজ ফেনীতে শান্তির পরিবেশ বিরাজমান তোমরা হয়তো জানোনা তোমাদের অভিভাবকগণ জানেন একসময় ফেনীতে কোন লেখাপডার পরিবেশ ছিল না। দীর্ঘ আজ ১৫ বছর পর ফেনীতে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে সে শান্তির পরিবেশ যাতে কোন কারণে নষ্ট না হয় সে দিগে সবাইকে সচেতন থাকতে হবে। লেখাপড়ার এই পরিবেশ সৃষ্টির কারণে আজ ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে আগামীতে আরো ভালো রেজাল্ট করবে বলে আমি আশা করি। তোমাদের মা বাবা নিজেরা না খেয়ে কস্ট করে তোমাদেরকে লেখাপড়া করিয়েছেন তোমরা কিছু দিবে সে আশায় নয় বরং প্রত্যেক মা বাবা চান ছেলেমেয়েরা লেখাপড়া করে মানুষের মত মানুষ হোক। আজ তোমরা এসএসসি পাশ করে দেশের বিভিন্ন কলেজে ভর্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এতোদিন মা-বাবা ছিল তোমাদের গার্জিয়ান আজ থেকে তোমরা নিজেরাই নিজেদের গার্জিয়ান সে মতে নিজেদের কে গড়ে তুলবে এই আমার তোমাদের প্রতি অনুরোধ। তোমরা মনে রাখবা তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এটা সকলকে মাথায় রাখতে হবে।
তিবি আরও বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও পড়ালেখায় আরো এগিয়ে আসতে হবে কোন ভাবেই মেয়ে বলে তাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত রাখা যাবে না তাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ফেনীর জেলা প্রশাসকসহ বাংলাদেশে অনেক উচ্চপদস্থ স্থানে মহিলারা কর্মরত আছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন। তিনি আরো বলেন পরিসংখ্যান অনুযায়ী এবারে সর্বোচ্চ জিপিএ পেয়েছে শুধু ফেনীতে সুন্দর পরিবেশ ঠিক রাখার কারনে সে পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে।
ইভটিজিং কিশোর গ্যাং প্রসঙ্গে নিজাম উদ্দিন হাজারী বলেন, এই পথ থেকে কিশোরদেরকে লেখাপড়ার পথে ফিরানো সম্ভব। এখনও তাদের অল্প বয়স সুন্দর ভাবে বুজিয়ে শুনিয়ে তাদেরকে ভালো পথে আনা সম্ভব। সে লক্ষ্য একটি কমিটি করা হচ্ছে জেলা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি নেতৃতে।
ফেনী একটি মডেল হয়ে থাকবে সারা বাংলাদেশে। ফেনীতে কোন কিশোর গ্যাং ইভটিজিং থাকবেনা সে লক্ষে কাজ করবে এই কমিটি।