
ফেনীতে বেকার ও কর্মহীন হয়ে পড়া ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
গত বুধবার শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ফেনী জেলা জুড়ে কর্মহীন ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এই কর্মসূচি হাতে নেয়া হয় বলে জানান তিনি।
এ সময় ফেনীর-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক নেত্রী। তিনি কঠিন সময়ে বরাবরের মতো মানুষের পাশে এসে দাড়ান। কারফিউ চলাকালীন সময়ে সাধারন মানুষ ঘর থেকে বের হতে পারেননি আয় রুজিতে ব্যাঘাত গঠেছে তাই প্রধানমন্ত্রী নির্দেশনায় ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। আমার পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো হবে।
সাংসদ নিজাম উদ্দিন হাজারী আরো বলেন, দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামাত দেশে অরাজকতা সৃষ্টি করেছে তা ভাষায় প্রকাশ করার নয়। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। এই সহিংসতায় ফেনী থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের লিস্ট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া হবে।
খাদ্য কর্মসূচির বিতরণের প্রথম দিন প্রথম দিন ৪ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলা গুলোতেও বিতরন করা হবে বলে জানান ফেনীর পৌর মেয়র স্বপন মিয়াজি। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শুশেন চন্দ্রশীল সহ আরো অনেকে।