
আনোয়ার হোসেন:
ফেনী জেলা গোয়েন্দা সংস্থা-ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক আটক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই জসিম উদ্দিন নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ ফেনী সদর হাসপাতাল রোড শেখ আহমেদ পান দোকানের সামনে থেকে রবিউল আলম (৪৫) নামে এই মাদককারবারীকে গ্রেফতার করা হয়। আটককৃত রবিউল আলম ফুলগাজী থানার মৃত রফিক মিয়ার ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী এসাআ জসিম উদ্দিন।