
ফেনী প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ (৩ মে) ফেনী প্রেসক্লাবে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়ে থাকে। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং: স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।
আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সাহসিক ভূমিকা অপরিহার্য। অপরাধী চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর নানা ধরনের হুমকি ও হয়রানির প্রসঙ্গ উল্লেখ করে তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর আইন প্রয়োগের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে সুপারিশ করা হয় এবং ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। সেই থেকে দিবসটি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সচেতনতামূলকভাবে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সংবাদ পরিবেশনার নতুন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।