Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

September 05, 2023 02:51:25 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন:
ফেনী জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) এর সাধারণ সভা ও সাংবাদিকদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল শহরের ডাক্তার সাজ্জাদ মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে)  জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খাঁন এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএমইউজে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খাঁন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলু, জেলা কমিটির সহ সভাপতি কবি ইসহাক মজুমদার, এম এ দেওয়ানী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি আফতাব মোমিন, বিএমইউজে জেলা কমিটির আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এম রহমান দুলাল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সাহিত্য সম্পাদক আবুল হাসনাত রিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আলম মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন মামুন, দৈনিক দেশের পত্র জেলা প্রতিনিধি  আনোয়ার হোসেন, এ এন এম গোলাম সরওয়ার নয়ন, ইয়াসিন আরাফাত মজুমদার, কাজী আশরাফুল হাসান টুটুল, মিজানুর রহমান পলাশসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্য মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি  বিশিষ্ট সাংবাদিক সোহেল আহমেদ বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বাত্মক কাজ করা যাচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন। সারা দেশে আমাদের কার্যক্রম দ্রুত বেগবান হচ্ছে। ফেনীতে আজ যে ভাবে সফল একটি সুশৃংখল সভা উপহার দিতে পেরেছে তার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ দিতেই হবে। আমরা সমস্ত মতভেদ ভুলে একযোগে কাজ করে যাবো।সংগঠনকে এগিয়ে নিতে যে কোন সার্বিক সহযোগিতা আমরা করে যাবো। পরে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে বিএমইউজে লগো সম্বলিত গেঞ্জি উপহার বিতরণ করেন আগত অতিথিরা।