
ফেনী প্রতিনিধি:
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের নেতৃত্বে ত্রাণ বিতরণের এ কার্যক্রম পরিচালিত হয়।
অধ্যাপক জয়নাল আবেদীন ফেনী শহরের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে বলেন, "আমি আজ কোন বক্তব্য দিতে আসিনি, এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। লন্ডন থেকে তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা এই দুঃসময়ে আপনাদের পাশে আছি।"
এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আসেন ঢাকা সিটির সাবেক মেয়র মির্জা আব্বাস। ঢাকা ব্যাংকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মজনু, হানিফ পরিবহনের মালিক আলহাজ্ব কফিল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনীর বেস্ট ইন হোটেলে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেস্ট ইন হোটেলের চেয়ারম্যান ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন এবং ব্যাংকের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সারা দেশের সকল দুর্গত এলাকায় সাহায্য পৌঁছানো হবে।