
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদ-এর জ্যেষ্ঠ পুত্র মরহুম ফয়সাল আযাদ স্মরণে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে ২৬ জানুয়ারি বিকেলে উপজেলার খারদিয়া মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শাহ মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং ফরিদ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহসান মুজাহিদের পুত্র আলী আহমেদ তাহকিক। এছাড়াও আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর জেলার জিয়ানগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম আযাদের উত্তরসূরি সাওবান আযাদ, কাজী ইলিয়াস, মরহুম ফয়সাল আযাদের তিন পুত্র ও পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়া।
আলোচনা সভায় বক্তারা মরহুম ফয়সাল আযাদের স্মৃতিচারণ করেন এবং মাওলানা আবুল কালাম আযাদকে দেশে ফিরে আসার অনুরোধ জানান। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথি আল্লামা শাহ আকরাম আলী।
মাওলানা আবুল কালাম আযাদ একজন খ্যাতিমান মুফাসসিরে কোরআন। তার জ্যেষ্ঠ পুত্র ফয়সাল আযাদ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন। এরপর তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালে ইন্তেকাল করেন।