Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে যুবলীগ নেতার শ্রদ্ধা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে যুবলীগ নেতার শ্রদ্ধা

March 15, 2023 10:08:10 PM   দেশজুড়ে ডেস্ক
বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে যুবলীগ নেতার শ্রদ্ধা

আসন্ন বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও  শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য  ও ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মাষ্টার।

অগ্নিঝরা মার্চের আজ ১৫ দিন অতিবাহিত হয়েছে। পুরো মার্চ মাস জুড়েই রয়েছে ও ছিল বিভিন্ন জাতীয় দিবস। যেমন ২রা মার্চ ছিল পতাকা উত্তোলন দিবস। ৮ ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস। আগামী ১৭ ই মার্চ বিশ্ব শিশু দিবস ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম শুভ জন্মদিন। এছাড়াও রয়েছে ২৫ শে মার্চ । যে রাত্রিতে বর্বর হামলা চালায় পাকিস্তানের দোসররা।  স্বাধীনতা দিবস ২৬শে মার্চ । এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন।

পুরো মাস ব্যাপী এসব জাতীয় প্রোগ্রামের গুরুত্ব ও তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও ৬ নং ওয়ার্ডের শিমুল পাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মাষ্টার।

এসময় মানিক মাষ্টার বলেন, বাঙালী জাতি অনেক আড়ম্বর ভাবেই জাতীয় দিবস গুলো পালন করে আসছে যুগযুগ ধরে । বিশ্ব শিশু দিবস উপলক্ষে সকল শিশুর মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনেই বিশ্ব শিশু দিবস অর্থাৎ ১৭ মার্চ ১০৩ তম শুভ জন্মদিন ও শিশু দিবস। তিনি বলেন যার জন্ম না হলে বাঙালি জাতি একটি স্বাধীন দেশ পেত না, তার জন্মদিনে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জানাই গভীর শ্রদ্ধা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

মানিক মাষ্টার আরো বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশ পরাধীনতার শিকল ছিন্ন করে দীর্ঘ নয় মাস রক্তাক্ষয়ী  যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।
অনানুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য বাংলাদেশে ২৬ মার্চ কেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। অতএব গভীর শ্রদ্ধা জানাই ২৬ মার্চের স্বাধীনতা  দিবসটি উপলক্ষে।