
ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে নিহত গৃহবধূ আসমা বেগমের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। শনিবার (৩ মে) বেলা ১১টায় তিনি দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী গ্রামের সোহরাব মাঝীর বাড়িতে গিয়ে নিহতের সন্তান ও স্বজনদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
জানা গেছে, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ঝড়ের সময় বজ্রপাতে মারা যান আসমা বেগম (২৫)। তিনি মো. রুবেল মাঝীর স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। তাঁর বড় মেয়ে নাদিয়ার বয়স ছয় বছর এবং সদ্যোজাত কন্যা আফিয়া জন্মের মাত্র বিশ দিন পেরিয়েছে।
ইউএনও নজরুল ইসলাম বাড়িতে গিয়ে নিহত আসমার দুই কন্যাকে দেখতে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নবজাতকের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং বড় শিশুটির পড়াশোনার দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারটির পাশে থাকবো। শিশুদের ভবিষ্যৎ গড়তে সবধরনের সহযোগিতা করা হবে।”
ইউএনওর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ইউএনওকে বাড়িতে পেয়ে আবেগে ভেঙে পড়েন নিহত আসমা বেগমের মা। কোলে বিশ দিনের নাতনিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। মাত্র ২৫ বছর বয়সে কন্যাকে হারিয়ে দিশেহারা এই মা বলেন, “এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এখন আমি কীভাবে চলবো?”
শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দেন ইউএনও নজরুল ইসলাম এবং আশ্বাস দেন, শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।