Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিডিআর সদস্যদের মুক্তিসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিডিআর সদস্যদের মুক্তিসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

January 12, 2025 01:51:42 PM   উপজেলা প্রতিনিধি
বিডিআর সদস্যদের মুক্তিসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা ও ৭৪ দেশপ্রেমিকের স্মরণে বক্তব্য রাখেন। তারা এই ঘটনায় দোষী কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করা এবং নিরাপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, “আমরা ১৫ বছর ধরে অবিচারের শিকার। হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবারকে মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের হারানো সম্মান ফিরিয়ে দিন এবং চাকরিতে পুনর্বহাল করুন।”

এসময় বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।