
নালিতাবাড়ী সংবাদদাতা, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাতিপাগার নাকুগাঁও বনে বানরটি অবমুক্ত করা হয়। মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়ির একটি গাছে বানরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বানরটি ধরে খাঁচায় রাখেন তারা।
বিষয়টি জানতে পেরে ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে রাতে পুলিশ নাকুগাও স্থলবন্দরের চারআলী বাজার থেকে বানরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বৃহস্পতিবার বানরটিকে উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মূলত খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এসব প্রাণীদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া বানরটি সুস্থ থাকায় বনে অবমুক্ত করা হয়েছে।