Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিভাগের দাবিতে নোয়াখালীতে ব্লকেড কর্মসূচি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিভাগের দাবিতে নোয়াখালীতে ব্লকেড কর্মসূচি

October 02, 2025 09:32:38 PM   অনলাইন ডেস্ক
বিভাগের দাবিতে নোয়াখালীতে ব্লকেড কর্মসূচি

'দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই' এই শ্লোগানে নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সোনাইমুড়ীবাসী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় সোনাইমুড়ীর বাইপাস গোল চত্বরে এই আয়োজন করা হয়। এসময় ঢাকা-নোয়াখালী মহাসড়ক, সোনাইমুড়ী-চাটখিল  ও সোনাইমুড়ী-মাইজদি আঞ্চলিক সড়ক ব্লক করা হয়।

মানববন্ধন ও ব্লকেড থেকে নোয়াখালীকে বিভাগ করার দাবি তোলা হয়। দাবি না মেনে নোয়াখালীকে কুমিল্লার সাথে যুক্ত করা হলে কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়করে নেওয়ার হুশিয়ার দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, কু নামের সাথে নোয়াখালী কোনভাবেই যুক্ত হবে না। নোয়াখালী আলাদা বিভাগ হবে না হয় চট্টগ্রামের সাথেই থাকবে। নোয়াখালী বাসীর সাথে কোন রকম আলোচনা ছাড়া দুটি বিভাগ ঘোষণা করা হলে তার ফল ভালো হবে না। দেশের সর্বোচ্চ রেমিট্যান্স আসে নোয়াখালীর সন্তানদের পরিশ্রমের মাধ্যমে। দীর্ঘদিন নোয়াখালী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। নোয়াখালীর সাথে নতুন করে আবারো বৈষম্য করা হলে তার ফল ভালো হবে না। বিভাগ ঘোষণা করা না হলে নোয়াখালীকে ভিন্ন রাষ্ট্র ঘোষণা করে অসহযোগ আন্দোলন করা হবে বলেও নীতিনির্ধারকদের সতর্ক করেন বক্তারা।

দলমত নির্বিশেষ সোনাইমুড়ীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এই মানববন্ধনে যুক্ত হন। বিভিন্ন ফেষ্টুন-প্লাকার্ড হাতে নিয়ে বৃষ্টি উপেক্ষা করেই ঘন্টাব্যাপী চলে এই কর্মসূচি। এসময় পানিতে ভিজে বক্তারা নোয়াখালী বিভাগ দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য দেন। ব্লকেডের কারনে মহাসড়ক সহ সোনাইমুড়ী-চাটখিলের আঞ্চলিক সড়কে যানচলাচল ঘন্টাব্যাপী বন্ধ থাকে। মানববন্ধন শেষ যানচলাচল স্বাভাবিক হয়।