Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

November 14, 2024 08:12:34 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলা শুরু হয়। টুর্নামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৮টি ফুটবল দল অংশ নেয়। এদিন ম্যাচে পৌরসভা ফুটবল দল পলিপ্রায়াগপুর ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এনামুল হক চৌধুরী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, তন্ময় হোসেন, সাবেক ও বর্তমান খেলোয়াড়, স্থানীয় সুধী এবং দর্শকবৃন্দ।