Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

January 21, 2025 07:58:10 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজারে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ১২টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। জব্দকৃত সোনার বারের আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকা।

আটককৃত ব্যক্তির নাম জয়দেব মহন্ত (৪২)। তিনি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোনার বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ জয়দেব মহন্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।"

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে সীমান্ত এলাকায় সোনা পাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।