Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে বাবার মুক্তির দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে বাবার মুক্তির দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

January 27, 2025 07:39:33 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে বাবার মুক্তির দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশালে পারিবারিক বিরোধের জেরে ষড়যন্ত্রমূলক মামলায় বাবার কারাবাসের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রভোদ হালদারের মেয়ে সুইটপি প্রিমা হালদার। সোমবার (২৭ জানুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার বাবার মুক্তি দাবি করেন।

সুইটপি জানান, তার বাবা প্রভোদ হালদার (৫৫) একজন গুরুতর অসুস্থ ব্যক্তি। ২০১৭ সাল থেকে তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছেন। প্রতিবেশী মো. বাচ্চু দুরানীর সাথে বিরোধের জেরে ষড়যন্ত্র করে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৯ নম্বর আসামি করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই পুলিশ গত ২২ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ঘটনাস্থলে প্রভোদ হালদার উপস্থিত ছিলেন না। অন্যদিকে মামলার বাদী বাচ্চু দুরানী তার অভিযোগকে সত্য দাবি করেন।

সুইটপি কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার বাবা নির্দোষ। তার মুক্তি চাই। আমাদের পরিবার চরম সংকটে আছে।"