
চলছে নারী বিশ্বকাপ ক্রিকেট, যেখানে আজ বাংলাদেশের নারী দল তাদের চতুর্থ ম্যাচ খেলছে। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে হারের পরও টাইগ্রেসদের সামনে সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা এখনো আছে।
বর্তমানে বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্বে চার ম্যাচে ২ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, যারা সমান সংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ভারত ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। বাংলাদেশের পরেই অবস্থান করছে শ্রীলঙ্কা, যারা পরিত্যক্ত দুই ম্যাচের কারণে ২ পয়েন্টে আছে, আর পাকিস্তান ১ পয়েন্ট নিয়ে শেষ অবস্থানে রয়েছে।
আজ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিফাইনালে উঠতে টাইগ্রেসদের জন্য বাকি তিনটি ম্যাচেই জয় পাওয়া গুরুত্বপূর্ণ। পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০ অক্টোবর) এবং ভারত (২৬ অক্টোবর), যেগুলো মুম্বাইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তিনটি ম্যাচই জিতলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে। দুটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে হারে তাদের ভাগ্যের ওপর নির্ভর করতে হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ফলাফলের দিকে তাকাতে হবে। তবে যদি বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটি হারে যায়, তাহলে টাইগ্রেসদের সেমিফাইনাল যাত্রা শেষ হয়ে যাবে।
এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে কোনো দলই আনুষ্ঠানিকভাবে বাদ যায়নি। এমনকি গ্রুপের তলানিতে থাকা পাকিস্তানও কাগজে-কলমে এখনও টুর্নামেন্টে টিকে আছে। তবে সেমিফাইনালের মূল দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ভারতও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে আছে।