Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের সমন্বয় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

March 14, 2023 10:50:43 PM   দেশজুড়ে ডেস্ক
বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যারের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার, চোরাচালানসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় এই সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়-১৮ বিজিবির আয়োজনে বিজিবি ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং ভারতীয় সীমান্তরোক্ষী বাহিনী বিএসএফের কিষানগঞ্জ সেক্টরের পাশাপাশি ভারতীয় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধীনস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সি ডি আগার ওয়াল।

এর আগে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বরণ করে বাংলাবান্ধা স্থলবন্দরে আনা হলে তাদের গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে ফুলেল সুভেচ্ছা জানানো হয়। এর পর মিষ্টি বিনিময় করে সীমান্তের সার্বিক অবস্থা নিয়ে বন্দরের সম্মেলন কক্ষে নিয়মিত আলোচনা সভার আয়োজন করে বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহফুজুল হক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুজ্জামান, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ, রংপুর রিজিয়ন সদর দপ্তরের স্টাফ অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ঠাকুরগাঁও বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নঈম রেজভী প্রমূখ। এদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কিষানগঞ্জ সেক্টরের স্টাফ অফিসার কমান্ড্যান্ট শ্রী আইকে ওয়ালদে, ১৭৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী আর জে হাজদাহ, ৭২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সন্দীপ কুমার ক্ষত্রী, স্টাফ অফিসার শ্রী পারামজিত সিং, শ্রী গুরদীপ লাল, শ্রী সত্যদয় কুমার প্রমুখ।