
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র (১৩২০ মেগাওয়াট) এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চোরাই হওয়া ৮৮ লাখ টাকা মূল্যের ১১০টি ইলেক্ট্রিক্যাল ফ্লাক্সিবল চেইন উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কালীপুর গুনাগরি খাসমহল এলাকা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম’র নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে চোরাই হওয়া এসব ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম উদ্ধার করে।
অভিযানে কোটি টাকার এসব ইলেক্ট্রিক্যাল ফ্লাক্সিবল চেইনসহ বিদ্যুৎ কেন্দ্র এলাকার চোরাই কারবারি চক্রের মূলহোতা তোফায়েল হোসেন (৩০) কেও আটক করে পুলিশ। আটককৃত তোফায়েল হোসেন বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল আলমের পুত্র।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, গতকাল বিকেলে কালীপুর গুনাগরি খাসমহল এলাকা থেকে এসএস পাওয়ার প্ল্যান্ট হতে চোরাই হওয়া প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ১১০টি ইলেক্ট্রিক্যাল ফ্লাক্সিবল চেইন উদ্ধার করি। অভিযানে চোরাই কারবারি চক্রের মূলহোতা তোফায়েল হোসেনকেও আটক করতে সক্ষম হয়।