Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ

September 23, 2023 07:11:59 PM   জেলা প্রতিনিধি
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজঃ-২২০) সাধারণ উপনির্বাচনে  সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মমতাজ আলী’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ওই শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পদক মমতাজ আলীকে শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা আওয়ামী  লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এ সময় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জিকরুল হক,সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মনছুর আলী এমাদি, প্রচার সম্পাদক আব্দুল জলিলসহ সংগঠনের বিভিন্ন উপকমিটি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক, নীলফামারী জেলা সড়ক  পরিবহন মালিক গ্রুপ ও নীলফামারী জেলা মাইক্রোবাস, কার, পিকআপ মালিক ও শ্রমিক ইউনিয়ন উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পুরো শপথ বাক্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নরে দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমতাজ আলী।

প্রসঙ্গত, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চলতি বছরের গত ২১ জুন মারা যান। আর তাঁর মৃত্যুতে সংগঠনের সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে পড়ে। পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক  বিশিষ্ট শ্রমিক নেতা মো. মমতাজ আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।