
আশিকুর রহমান, গাজীপুর:
চোরাচালানকারীদের কবল থেকে বিপন্ন ঘোষিত বন্যপ্রাণী হনুমান ছাড়াও টিয়া পাখি উদ্ধারসহ ৫ চোরাচালানকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) মহানগরের বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে ৩টি বিপন্ন প্রজাতির হনুমান ও ১৫টি টিয়া পাখি উদ্ধার করে পুলিশ। এসময় বিপন্ন ঘোষিত বিভিন্ন প্রকার বন্যপ্রাণী দেশ-বিদেশে পাচারকারী ও ক্রয়-বিক্রয় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মনজুরুল হক (৬০), পিতা মৃত মকবুল হোসেন, মাতা- ফিরোজা খাতুন, সাং- বাঘের বাজার থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর। ড্রাইভার মোঃ জাকির হোসেন (৫০), পিতা-নুরুল ইসলাম, সাং- চরনখোলা, থানা+ জেলা বাগেরহাট। মোঃ লাল মিয়া (৪০), পিতা-মৃত আফাজ উদ্দিন, মাতা- জামেলা বেগম, সাং-গোবিন্দ নগর, থানা-নালিতাবাড়ী জেলা- শেরপুর, এপি সাং- সালনা, সদর। মোঃ জহুরুল ইসলাম, পিতা- নজরুল ইসলাম, মাতা- রেনু বেগম, সাং- মালিকুদা, থানা- বানারীপাড়া জেলা- বরিশাল, এপি, সাং- আউটপাড়া সিটি মেডিকেল এর সামনে, বাসন। মোঃ মোফাস্সেল (৩৫), পিতা-মৃত শাহাজাহান, মাতা-মাজেদা বেগম, সাং-বুড়িরচর, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, বর্তমান-উত্তর যাত্রাবাড়ী, বৌ বাজার (রহিমা মঞ্জিল), থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে বিপন্ন ঘোষিত এসব প্রাণী উদ্ধার করে।
তিনি জানান, গ্রেফতারকৃত চোরাচালানকারীরা বিপন্ন ঘোষিত বিভিন্ন প্রাণী অবৈধভাবে নিজেদের কাছে আটক রেখে দেশে ও বিদেশে চোরাচালান এবং ক্রয়-বিক্রয় করে আসছিল। এসময় বন্যপ্রাণী পরিবহন ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।