
আশিকুর রহমান:
দুই পুরুষ ও এক নারী তাদের দেহে ইয়াবা ট্যাবলেট বহন করে ইটের সলিং রাস্তার উপর দাঁড়িয়ে ছিল মাদক সেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের প্রত্যেকের দেহ তল্লাশীর করে ২০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ।
মঙ্গলবার(১০ অক্টোবর) বাসন থানাধীন পূর্ব নলজানী এলাকা থেকে এসব ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারি মোঃ রিপন(৪৮), সোমা(৩০) ও কালাম সরকারকে(২৬) করা গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা ইয়াবা ট্যাবলেট বিক্রর উদ্দেশ্যে ওই এলাকার জৈনক আজিম উদ্দিনের বাড়ির উত্তর পাশ দিয়ে যাওয়া ইটের সলিং রাস্তার উপর অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত প্রত্যেকের দেহ তল্লাশী করা হয়। দেহ তল্লাশী করে রিপনের থেকে ১৪০০ পিস, সুমা ৫০০ পিস ও কালাম সরকারের থেকে ৪০ পিস সর্বমোট ২০০০ পিস দুই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান এ অফিসার ইনচার্জ।