
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আড়াই শত বিঘার জমির ফসল রক্ষার্থে এলএলপি বৈদ্যুতিক ডিপ স্থাপনের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকার শতাধিক কৃষক-কৃষাণী ফসল রক্ষার্থে বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপনের দাবি জানিয়ে বলেন, আমাদের এলাকায় সেচের জন্য একটি এলএলপি সোলার সিস্টেমের ডিপ রয়েছে, যেটা দিয়ে প্রায় আড়াই শত বিঘা জমির সেচের ব্যবস্থা করা খুবই কষ্টসাধ্য। এজন্য আমরা এই এলাকায় বৈদ্যুতিক ডিপ স্থাপনের জন্য বিএডিসির কাছে আবেদন করি। বিএডিসি কৃষকদের আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম শুরু করলেও শেষ পর্যায়ে এসে এলাকার কতিপয় দুষ্কৃতিকারীর বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তারা বলেন, কৃষকদের উপকারে এলাকার বৈদ্যুতিক ডিপ স্থাপনের কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন না করা হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।