Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারী জিরোপয়েন্টে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুড়িমারী জিরোপয়েন্টে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

October 29, 2024 06:37:29 PM   উপজেলা প্রতিনিধি
বুড়িমারী জিরোপয়েন্টে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাসিবুল, পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত পিলার নং ৮৪২/২এস এর কাছে বিজিবি চেকপোস্ট সংলগ্ন ব্রিজের নিচে মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে আবির হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা প্রথমে ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান জানান, আইনানুগ কার্যক্রম চলছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।