
নরসিংদী প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভার আয়োজন করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী জেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ সভাপতি মোতালেব পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, কমিনিউটি পুলিশের সভাপতি মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি, এড. কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক, এড. আলহাজ্ব নজরুল ইসলাম রিপন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা প্রমুখ।