Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ: ইউপি সদস্যসহ নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ: ইউপি সদস্যসহ নিহত ২

December 27, 2024 11:12:00 AM   অনলাইন ডেস্ক
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ: ইউপি সদস্যসহ নিহত ২

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আক্তার হোসেন সিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় মারুফ সিকদার নামে আরও একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ, সেনাবাহিনী এবং র‌্যাব-৮ এর সদস্যরা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পুলিশ, সেনাবাহিনী এবং র‌্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই শান্ত।