Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্য বারুণীর স্নান ও গ্রাম‍্য মেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্য বারুণীর স্নান ও গ্রাম‍্য মেলা

March 19, 2023 07:11:37 PM   দেশজুড়ে ডেস্ক
মানিকগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্য বারুণীর স্নান ও গ্রাম‍্য মেলা

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে যমুনা নদীতে সনাতন  ধর্মাবলম্বীদের আড়াইশ’ বছরের ঐতিহ্য বারুণীর স্নান অনুষ্ঠিত হচ্ছে। এ বারুণীর স্নান সকাল থেকে রাত ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত চলবে। বারুণীর স্নান করার জন্য প্রায় সপ্তাহ জুড়ে পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থীরা জেলার শিবালয় উপজেলার আরিচা যমুনা নদীর তীরবর্তী এলাকায় আত্মীয়স্বজনসহ পরিচিতজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এদিকে স্নান উপলক্ষে সপ্তাহ জুড়ে রয়েছে গ্রাম্য মেলা। আর মূল মেলা তিন দিনব‍্যাপী। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। ঐতিহ্যবাহী এ মেলায় শিশুদের চিত্তবিনোদনের জন্য রয়েছে সার্কাস, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপসহ নানা আয়োজন। খেলনা, প্রসাধনসামগ্রী, কাঠ, বাঁশ, বেত, মাটি ও লোহার নানা যন্ত্রাংশ । আরো আছে মিষ্টি, বিন্নি, খই ও বাতাসা।

শিবালয় বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণীর স্নান কয়েক শত বছর আগের। আমরা আনন্দের সাথে এই মেলা উপভোগ করে থাকি। এ মেলায়  ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে বারুণীর স্নান অনুষ্ঠিত হবে। করোনার কারণে কয়েক বছর এ স্নান উৎসব বন্ধ ছিলো তবে এবার স্নান উৎসব জমে উঠেছে । বারুণীর স্নান উপলক্ষে পুণ্যার্থীদের মাঝে গঙ্গা পূজার প্রসাদ বিতরণ হচ্ছে সকাল থেকে।

ওসি শাহে নুর এ আলম জানান, পুণ্যার্থীদের  নিরাপত্তার জন্য শিবালয় থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাবে এবং পুরো মেলাটা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোনো রকম অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে ।