Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি, দুই সাংবাদিককে আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি, দুই সাংবাদিককে আটক

September 12, 2023 06:58:52 PM   জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি, দুই সাংবাদিককে আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জ  মাংস ব্যবসায়ী (কসাইয়ের) নিকট দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় লোকজন দুই সাংবাদিককে আটক করেন । পরে খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাবের কাছে তাঁদেরকে সোপর্দ করা হয়।

মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদূরে ভুল জয়রা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মাংস ব্যবসায়ী তাঁদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পে চাঁদা দাবির লিখিত অভিযোগ করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদবাজিসহ বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম করে আসছিল।

আটক দুই সাংবাদিক হলেন, দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার বিশেষ প্রতিবেদক (স্পেশাল করেসপনডেন্ট) ও গণমুক্তির সিঙ্গাইর উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ এবং দৈনিক খবরের আলো পত্রিকার মানিকগঞ্জের রিপোর্টার বজলুর রহমান। দীর্ঘদিন ধরে তাঁরা জেলার বিভিন্ন স্থানে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম করে আসছেন।

র‌্যাব কর্মকর্তা এবং স্থানীয় লোকজন জানান, আজ ভোর চারটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভুল জয়রা এলাকায় মাংস বিক্রেতা আবুল কাশেমের মাংসের দোকানে যান হারুন অর রশিদ ও বজলুর রহমান। পরে অসুস্থ গরু জবাই করেছেন বলে মাংস ব্যবসায়ী কাশেমকে বলেন তাঁরা। এ সময় মাংস ব্যবসায়ী গরু জবাইয়ের বৈধ সনদ (প্রাণিসম্পদ কার্যালয়ের প্রত্যায়নপত্র) আছে বলে জানান। এর পর ওই দুই সাংবাদিক মাংস ব্যবসায়ী কাশেমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে মাংস ব্যবসায়ীকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করবেন বলে হুমকি দেন।

এসময় সেখানকার অন্যান্য মাংস ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন হারুন অর রশিদ ও বজলুরকে আটক করে মাংসের দোকানে বাঁশের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। মাংস ব্যবসায়ীরা ঘটনাটি র‌্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে জানান। সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেনসহ র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে সদর থানার পুলিশ সদস্যও যান। পরে উত্তেজিত মাংস ব্যবসায়ীরা আটক দুই ব্যক্তিকে র‌্যাবের কাছে সোপর্দ করেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, মাংসবিক্রির একটি দোকানে বাঁশের খুঁটির সঙ্গে ওই দুই সাংবাদিককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় মাংস ব্যবসায়ীরা বলেন, কয়েক দিন পর পর এসে কথিত ওই দুই সাংবাদিক তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

র‌্যাব কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগে কথিত ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। আটক ব্যক্তিদের সদর থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।