Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মরহুম আব্দুস সোবহানের স্মরণে মিলাদ মাহফিলে কাউন্সিলর মতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মরহুম আব্দুস সোবহানের স্মরণে মিলাদ মাহফিলে কাউন্সিলর মতি

March 23, 2023 07:51:40 PM   দেশজুড়ে ডেস্ক
মরহুম আব্দুস সোবহানের স্মরণে মিলাদ মাহফিলে কাউন্সিলর মতি

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডে মরহুম আব্দুস সোবহানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যলয় সংলগ্ন ‌‌‘নুরে মদিনা বাদশা মেম্বর হাফিজিয়া মাদ্রাসা’ প্রাঙ্গণে তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে তাঁর বন্ধুমহল। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মতিউর রহমান মতি। মিলাদ ও দোয়ার পূর্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের যে দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি এমন দিন আমাদের প্রত্যেকেরই একদিন আসবে। তিনি আরও বলেন, চিরদিন কেহ বেঁচে থাকেনা আবার একজন মানুষ তার জীবনে সবই যে ভাল কাজ করে তাও না, ভালমন্দ নিয়েইতো মানুষ। আমি ব্যাক্তিগতভাবে মরহুম আব্দুস সোবাহান ভাইকে চিনি, তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করি।