Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রক্তদানের সবাইকে উৎসাহিত হতে হবে : টিপু মুন্সি। - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রক্তদানের সবাইকে উৎসাহিত হতে হবে : টিপু মুন্সি।

September 16, 2023 09:52:23 PM   জেলা প্রতিনিধি
রক্তদানের সবাইকে উৎসাহিত হতে হবে : টিপু মুন্সি।

রক্তদানে সবাইকে উৎসাহিত হতে হবে পরস্পরের একে অপরকে স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে হবে 

শনিবার সকালে রংপুর নগরীর হারাগাছ পৌরসভায় রংপুর মেট্টোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির আসনে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এসব বক্তব্য বলেন। 

রংপুর বিভাগীয় মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্ব এ সময় উপস্থিত  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রংপুর মোঃ হাবিবুর রহমান, ডিআইজি রংপুর রেঞ্জ আব্দুল বাতেন, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর মেডিকেল কলেজ অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়, স্বাস্থ্য পরিচালক রংপুর বিভাগ ডাঃ এবিএম আবু হানিফ, রংপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক, অধ্যাপক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, হারাগাছ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, হারাগাছ পৌর শাখা আওয়ামীলীগ সভাপতি জামিল আকতার,আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলার চোখ, সারাই ইউনিয়নের চেয়ারম্যান,আশরাফুল আলম প্রমুখ  এ সময় রংপুর বিভাগের স্বনামধন্য চিকিৎসাগণ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটি,রংপুর, সহযোগীতায়  রংপুর মেডিকেল কলেজের একটি বিশেষ টিম।