
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে তুলেছেন নতুন উন্মুক্ত প্ল্যাটফর্ম- 'Rajshahi University Students Alliance' (RU Students Alliance)। শিক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ের লক্ষ্যে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশে ক্যাম্পাসে নতুন করে প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
প্ল্যাটফর্মটির উদ্যোক্তা শিক্ষার্থীরা জানিয়েছেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যেসব দাবি ও আকাঙ্ক্ষা নিয়ে তারা সম্মিলিতভাবে আন্দোলন করেছেন, তার অনেকাংশই এখনো পূরণ হয়নি। বিশেষত, রাবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম রাকসু পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া, ক্যাম্পাসে হুমকি ও দখলদারিত্বের রাজনীতি শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও জানান, 'আমরা যে রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন নিয়ে রাজপথে লড়াই করেছি, তা হুট করে বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদি উদ্যোগ, যা ক্যাম্পাসে শিক্ষা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে উন্মুক্ত প্ল্যাটফর্ম ‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’। এই প্ল্যাটফর্মটি সকল দল ও মতের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এর লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে একমত হয়ে এতে যুক্ত হতে পারবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচিতে সক্রিয় অংশ নিতে পারবেন।'
‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’-এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রতিশ্রুত সময়ের মধ্যে রাকসু পুনরায় চালু করা; শিক্ষার্থীদের খাদ্য, আবাসন, চিকিৎসা ও একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে ভূমিকা রাখা; নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সেবা ও পরিচ্ছন্ন আবাসন নিশ্চিত করা; অতিরিক্ত ও অন্যায্য ফি বাতিল করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা; হুমকি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধ গড়ে তোলা; এবং শিক্ষা-গবেষণার অগ্রগতি ও রাষ্ট্রীয় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে অংশগ্রহণমূলক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা।