
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এতে উভয় পক্ষের মামলায় নারী পুরুষসহ ৬০ জন নামীয় ও অজ্ঞাত ৫০ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামে আবুলের সাথে নুর ইসলামরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রবিবার ওই বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেন এর পক্ষের লোকজন গম কাটতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ সৃষ্টি হয় এবং বাড়িঘর ভাংচুর করে। এসময় ১৩ জন আহত হয়।
এ ঘটনায় নুর ইসলামের পক্ষে শাহাদত হোসেন বাদী হয়ে ৩৬ জনকে আসামী করে রৌমারী থানায় একটি মামলা করে। অপর দিকে আবুলের পক্ষে ইমরান বাদী হয়ে ২৪ জনকে আসামী করে রৌমারী থানায় পাল্টা একটি মামলা দায়ের করেন। এঘটনায় চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
রৌমারী থানা অফিসার্স ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।