Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুরে সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন

March 11, 2023 12:14:32 AM   দেশজুড়ে ডেস্ক
লক্ষ্মীপুরে সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদরে পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসেম আহম্মেদ রুপমের সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু শ্যামল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন ময়ূর, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুক্তার শাহ্, নজরুল ইসলাম বাচ্চু, মেহদী হাসান জসিম, সেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহেদ আলম আরমান, যুবলীগ নেতা মিন্টু, নোমান ও ছাত্রলীগ নেতা বাবুসহ প্রমুখ।

বক্তরা বলেন, ২০২৪ সালে জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এজন্য সকলেই সাংগঠনিক কার্যক্রম করে সেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করতে হবে। আগামী বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ।