
শরীয়তপুর প্রতিনিধি:
সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে শরীয়তপুর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ দাবি নিয়ে শুক্রবার সকালে একটি মোটরসাইকেল শোডাউন শরীয়তপুর পৌরসভার প্রেমতলা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখে রাখেন, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক খবির হোসেন, সদস্য সচিব ডা. শাহজালাল সাজু, শ্রমিক অধিকার আহবায়ক এবি হান্নান, যুব অধিকারের ওবায়দুল হক শুভ, ছাত্র অধিকারের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এমএম সম্রাট, জেলার সভাপতি জীবন আহমেদ নান্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।