Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিবপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

September 18, 2023 07:43:14 PM   জেলা প্রতিনিধি
শিবপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলার  পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দ্বীন ইসলাম নামে একজনকে হত্যা করা হয়েছে।  নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড়  এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার হোসেনও ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার হয়। দ্বীন ইসলাম ও তার ভাই  নজরুল এবং ইসমাইল, চাচাতো ভাই  আনোয়ার হোসেনের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালায়। দু'পক্ষের হামলা-পাল্টা হামলার একপর্যায়ে আনোয়ারের লোকজন দ্বীন ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, পূর্ব বিরোধের জের ধরে দ্বীন ইসলাম (৩৮) নামের কজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এঘটনায় আরেকজন আহত হয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।