
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
“হৃদয়ের কথা বলে” এই শ্লোগানকে সামনে নিয়ে গাজীপুরের শ্রীপুরে আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি ও ৬ম বছরে পদার্পণ উপলক্ষ্যে এক আনন্দ রেলি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে শ্রীপুর প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে বর্ষপূর্তির কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
বাংলাদেশ প্রতিদিন’র শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও আনন্দ টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আদনান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আবদুল মতিন, দিনকাল প্রতিনিধি বশির আহাম্মদে কাজল, সাংবাদিক আবদুল লতিফ মাস্টার, দৈনিক আজকের কাগজ শ্রীপুর প্রতিনিধি মোঃ রাতুল মন্ডল, এশিয়ান টিভি গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির, দৈনিক মানব কন্ঠ শ্রীপুর প্রতিনিধি ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সিহাব খান, যমুনা টিভির হোসেন আলী বাবু, এশিয়ান টিভি গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মাফুজুর রহমান ইকবাল, দৈনিক আমার বার্তা শ্রীপুর প্রতিনিধি সাইফুল আলম সুমন, সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক ভোরের পাতা শ্রীপুর প্রতিনিধি বায়েজিদ আকন্দ, বাংলা টিভি শ্রীপুর প্রতিনিধি মোঃ সুমন শেখ, সাংবাদিক আবু সাঈদ, ইকবাল হোসেন ভোরের সময় শ্রীপুর প্রতিনিধি হিজবুল বাহার সহ শ্রীপুরে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।
পরে আনন্দ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়।