
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া এলাকায় তাফহীমুল কুরআন কওমি মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজ্বী মুহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা কবির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক খাইরুল বাশার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, ঢালীপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতি হাজ্বী মোঃ মনসুর আলী ও সাধারণ সম্পাদক হাজ্বী নূরুল ইসলাম ঢালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাজ্বী আতাউর রহমান, আব্দুল্লাহ তারেক রানা, নাজমুস সাকিব, আব্দুর রাজ্জাক এবং দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক মোঃ শাহাদত হোসাইন প্রমুখ।