
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রমজান, সাবেক সভাপতি তেলিহাটি ইউনিয়ন যুবদল সালেহ আহাম্মদ, শ্রীপুর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারি নজরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রিপন ফকির এবং তেলিহাটি ইউনিয়ন ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইন।
শীতার্তদের মাঝে বিএনপির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে আছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”