
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশের পাশ থেকে স্বামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শুক্রবার রাত ১০টার সময় শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারীর ভাড়াটিয়া, গার্মেন্টস কর্মী রুবেল মিয়া (২৬) তার স্ত্রী মাহমুদা আক্তার (২২) কে পরকীয়া প্রেমের সন্দেহে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত মাহমুদা আক্তারকে মুমূর্ষু অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ প্রাথমিকভাবে স্বামী রুবেল মিয়াকে স্ত্রীর লাশের পাশ থেকে গ্রেফতার করে। ঘাতক রুবেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। নিহত মাহমুদা আক্তার একই গ্রামের মোস্তফার কন্যা। রুবেল মিয়া ফজলুল হক মিলিটারীর বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত মাহমুদার স্বামীকে আটক করে আদালতে পাঠানো হচ্ছে।