
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাড়ি নির্মাণের সময় প্রবাসীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে পরিবারের ৯ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই উমর ফারুক বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
সিঙ্গাপুর প্রবাসী রাসেল জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে গত ২৬ নভেম্বর বাড়ি নির্মাণের কাজ শুরু করলে এলাকার রুবেল, রুমান, মোস্তফা, সুমন ও রমজান তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এ ঘটনায় প্রবাসী রাসেলের পিতা ইমান আলী অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ ডিসেম্বর সকালে অভিযুক্তরা স্বদলবলে হামলা চালিয়ে প্রবাসী রাসেলসহ তার বৃদ্ধ পিতা ইমান আলী (৬৫), চাচা হাসেন আলী (৬০), চাচাতো ভাই ফরিদ (২৮), বাদল (৩৫), প্রতিবন্ধী বাবুল মিয়া (৩৮), বড় ভাই জুয়েল (৪৫), সাহারা খাতুন (২৬), রহিমা আক্তার (৩০) এবং শায়লা আক্তার (৩১)-কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের মধ্যে ৪ জনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগের ভিত্তিতে ২১ ডিসেম্বর শনিবার পুলিশ এ ঘটনার তদন্ত করেছে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ঘটনার ভিডিওসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযুক্ত রুবেলের পিতা আব্দুস সাত্তার জানান, তার ছেলে চাঁদা দাবি করেনি। ওই প্রবাসীর পরিবারের সঙ্গে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে।