Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

January 27, 2025 11:17:25 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আবদুল আউয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মা মামলা দায়ের করেন। সেই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় আবদুল আউয়াল কলেজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা আতাউর রহমান খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে অভিহিত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ ও মানববন্ধন করেছি। অতি দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কলেজের শিক্ষার্থী সিয়াম ও সুবর্ণা বলেন, "কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সাহস দিয়েছেন। আমাদের খাবার-পানিসহ অনেক সহায়তা করেছেন। অথচ তিনিই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। এমন মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"

তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি আমাদের সাহস দিয়েছেন, তিনি খোকন সরকার। তার বিরুদ্ধে মামলা খুবই দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে তার মামলা প্রত্যাহারের দাবি জানাই।"

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আবদুল আউয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।"