
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হাতে হাসিবুল ইসলাম বাদশা (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম বাদশা কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মনি ফার্মেসির মালিক ছিলেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, ঢাকা থেকে ফেরার পর বাড়ির সামনে নামেন তারা। তখন হাসিবুল বাসার চাবি আনতে ফার্মেসিতে যান। এসময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য রুবেলের নেতৃত্বে ৭-৮ জন তাদের ওপর হামলা চালায়।
প্রথমে মাহমুদা আক্তারকে উত্ত্যক্ত ও মারধর করে তার স্বর্ণালংকার কেড়ে নেয় তারা। এসময় সঙ্গে থাকা তার ছোট ভাই হানিফ ও গাড়ির চালক শিমুলকেও মারধর করা হয়। আত্মচিৎকারে হাসিবুলসহ স্থানীয় লোকজন ছুটে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে মারধর করে এবং ইট দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসিবুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্তদের মধ্যে অন্তর ও রোমানকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।