Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

March 10, 2023 11:52:48 PM   দেশজুড়ে ডেস্ক
শরীয়তপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত। শুক্রবার ১০ মার্চ ২০২৩ সকাল দশটা পনেরো মিনিটের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য  র‍্যালি বের হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালিটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সাইফুদ্দিন রিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব( সার্বিক) শরীয়তপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ সেলিম মিয়া, জেলা স্কাউটের সভাপতি মাহবুবুর রহমান,  জেলা ত্রাণ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ স্বাগত বক্তব্য রাখেন জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, জেলা ফায়ার সার্ভিসের উপ -পরিচালক সেলিম মিয়া, জেলা স্কাউটের সভাপতি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জানে আলম রহমানসহ আরো অনেকেই।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতি জাতীয় দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ও সচেতনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন।