
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ভার্চুয়াল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী ১৬৯টি উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা এবং তৃতীয় পর্যায়ে অবশিষ্ট এবং চতুর্থ পর্যায়ের ঘর ও জমি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং জাজিরা ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সদর উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগণ এবং সদর উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসারসহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভাপতি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ভার্চুয়াল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ২০টি এবং চতুর্থ পর্যায়ের ২০টি সহ মোট ৪০টি পরিবারকে গড় ও জমি হস্তান্তর করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।