
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একটি ক্লিনিকে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ডামুড্যা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এ ঘটনা ঘটে।
প্রসূতির নাম আকলিমা, তিনি উপজেলার পূর্ব ডামুড্যার আনোয়ার হোসেনের স্ত্রী। ক্লিনিক সূত্রে জানা যায়, গতরাতে প্রসববেদনা নিয়ে আকলিমাকে ক্লিনিকে আনা হয়। তবে তখন কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। সিনিয়র নার্স সোহানা রোগীকে ভর্তি করেন এবং পরে তাকে ওটিতে নিয়ে নরমাল ডেলিভারি করান।
ডেলিভারির পর নবজাতকের অবস্থা খারাপ হলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় এবং সকালে প্রসূতির অবস্থাও সংকটাপন্ন হয়ে পড়ে। অবশেষে বেলা ২টার দিকে নবজাতক এবং রাত ৮টার দিকে ঢাকার মেডিকেলে আকলিমা মারা যান। এতে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের নিচতলা এবং ফার্মেসিতে ভাঙচুর করে।
আকলিমার ভাই কাউছার অভিযোগ করে বলেন, “ক্লিনিকে কোনো ডাক্তার ছিল না। নার্সদের তত্ত্বাবধানে প্রসব করানো হয় এবং রোগীর অবস্থা খারাপ হওয়ার পরও ডাক্তার ডাকতে গড়িমসি করা হয়। আমার ভাগিনা ও বোনকে হারিয়েছি, আমি এর সঠিক বিচার চাই।”
ডামুড্যা থানার ওসি এমারত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।